দূর্যোগকালীণ ঝুঁকি কমাতে কলাপাড়ায় নির্মিত হচ্ছে ক্যাটল শেল্টার

ঘূর্ণিঝড় মডেল আশ্রয়কেন্দ্র নির্মাণ ও সংস্কার এবং দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ এর জিএন জাপান মোফা ডি আর প্রকল্পের অবহিতকরণ সভা কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কলাপাড়ার ইউএনও শংকর চন্দ্র বৈদ্য সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি ছিলেন গুড নেইর্বাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মঈনুল, প্রকল্প সুপারভাইজার মিস ইউকিকো ইসামা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসাইকো ইয়োদা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, শফিকুল আলম বাবুল। গুড নেইর্বাস জাপান এর সহযোগিতায় এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্পন্নের মাধ্যমে তিন ইউনিয়নের ৬৩ হাজার মানুষ সুবিধা পাবেন বলে প্রকল্প কর্মকর্তারা জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদউজ্জমান খাঁন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলওয়ার হোসেন, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ^াস, জমিদাতা সিদ্দিক হাওলাদার। প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রকল্প কোÑঅর্ডিনেটর দীপক কুমার দাস।
উক্ত প্রকল্পের মাধ্যমে দূর্যোগকালীন মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মহিপুর, ডালবুগঞ্জ ও নীলগঞ্জ ইউনিয়নে নতুন দুইটি মডেল আশ্রয় কেন্দ্র ও ক্যাটল শেল্টার নির্মাণ করা হচ্ছে। চারটি আশ্রয় কেন্দ্র মেরামত ও সংস্কার করা হবে। ৪৫ টি গ্রামে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও কমিটির জন্যসহায়ক উপকরণ প্রদান করা হবে। ঘুর্ণিঝড়ের ওপর সচেতনতামূলক মহড়া ও সতর্কবার্তা প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।